এবার পরীক্ষা পিছনোর দাবিতে সরব হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অফলাইন পরীক্ষা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত সামনে আসার পর সোমবার থেকে আবারও বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা । মঙ্গলবারও তাঁরা তাঁদের দাবিতে অনড় ছিলেন । কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গায় এই দাবিতে বিক্ষিপ্ত ভাবে জমায়েত করেন আন্দোলনরত পড়ুয়ারা । আন্দোলনকারী পড়ুয়ারা জানিয়েছেন, তাঁরা অফলাইনে পরীক্ষা দিতে এখনও প্রস্তুত নন । কারণ অফলাইনে পরীক্ষা দিতে হলে প্রস্তুতির জন্য যতটা সময়ের প্রয়োজন তা তাঁদের হাতে নেই । তাই পরীক্ষা অনলাইনেই হোক, নয়তো পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক।