কলকাতাঃ করোনায় আক্রান্ত হলেন নিউ মার্কেট থানার এক সাব ইনস্পেক্টর। তাঁর স্ত্রী ও মেয়ের শরীরেও করোনা ভাইরাস পজিটিভ মিলেছে বলে জানা গিয়েছে। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও রবিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি স্বাস্থ্য ভবন। সূত্রের খবর, কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছিল আক্রান্ত এসআই-এর মধ্যে। শুক্রবার থানায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার তাঁর এবং তাঁর পরিবারের বাকিদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে রিপোর্ট এসেছে পজিটিভ।