কলকাতা

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসকে নিয়ে কড়া বার্তা সুদীপের

শুক্রবার তৃণমূলের মেগা বৈঠকের পর কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ও সিপিএমের থেকে দূরত্ব বজায় রেখে এই বার্তা দেন সাংসদ। আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাত শিবিরের সঙ্গ ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলে জানান তিনি। শুক্রবার কংগ্রেসকে বিঁধে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস বিরোধীদের বিগবস হওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কংগ্রেসের সেই দিন আর নেই। লোকসভার সাংসদ বলেন, কংগ্রেস বিরোধীদের বিগ বস, এমনটা ভাবার কোনও কারণ নেই। মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে তৃণমূল বিভিন্ন সময় ধর্নায় বসেছে গান্ধীমূর্তির পাদদেশে। একইসঙ্গে কংগ্রেস বিরোধী দলের নামে পশ্চিমবঙ্গে বিজেপি ও সিপিএমের সঙ্গে জোট বেঁধে নানাভাবে তৃণমূল সরকারকে কীভাবে বিপদে ফেলা যায় সেই বিষয়ে সচেষ্ট রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধিকেও নিশানা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি চায় রাহুলকে বিরোধী মুখ বানাতে। যাতে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির জয় পেতে সুবিধা হয়।’ তবে বিজেপি বিরোধিতায় সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোটে না গেলেও তৃণমূল কংগ্রেস আপাতত যে তৃতীয় ফ্রন্ট গঠন করছে না তা জানিয়ে দেন তিনি। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সুদীপের পাশে বসে জানান, ‘তৃণমূল কংগ্রেস একলা চলার ক্ষমতা রাখে’। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, যে রাজ্যে আঞ্চলিক দলগুলি বিজেপিকে পরাস্ত করতে পারবে সেই দলগুলির সঙ্গে আলোচনা করবেন দলনেত্রী।