দায়িত্ব পেয়েই বুধবার সকাল সকাল তৃণমূল নেত্রীর খাসতালুকে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। মিত্র ইন্সটিটিউশন থেকে মিছিল বেরিয়ে বলরাম ঘোষ স্ট্রিট হয়ে পৌঁছায় হরিশ চ্যাটার্জী স্ট্রিটের মুখে। এই এলাকাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মিছিল এগোতেই তাতে বাধা দেয় পুলিশ। আটকে যান নয়া বিজেপি সভাপতি, সাংসদ জ্যোতির্ময় মাহাতোরা। কেন বাধা? ডিসি সাউথ আকাশ মাঘেরিয়া বিজেপি রাজ্য সভাপতি, গেরুয়া সাংসদকে জানান কমিশনের নিয়ম মেনে প্রচার করছে না বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে প্রচারে কমিশন প্রার্থীর সঙ্গে চারজন নির্দিষ্ট করলেও প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থনে প্রচারে প্রচুর জনসমাগম হয়েছে, যা কোভিড বিধিভঙ্গ। এছাড়া, ওই এলাকা হাই সিকিউরিটি জোনে ১৪৪ ধারা জারি থাকে বলেও জানান এই পুলিশ কর্তা। পুলিশের সঙ্গে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। শেষ পর্যন্ত অবশ্য সুকান্ত মজুমদারদের হরিশ চ্যাটার্জী স্ট্রিটে প্রচার করতে অনুমতি দেয়নি পুলিশ।