এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের । ২৬ হাজার চাকরি বাতিল। যোগ্য-অযোগ্য আলাদা করা যায়নি তাই ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের রায় শীর্ষ আদালতের। চাকরি হারিয়ে অসহায় ২৫ হাজার ৫৭৩ জন শিক্ষক-অশিক্ষক কর্মী। এই গোটা ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার । সুপ্রিম কোর্টের রায় নিয়ে সুকান্ত বলেন, ” ২৫ হাজার ৫৭৩ জনের চাকরি চলে গেল। ওঁদের পরিবার রয়েছে। কোথায় যাবে তাঁরা? এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁদের জন্য যোগ্যরাও বঞ্চিত হলেন। অযোগ্যদের বাঁচানোর জন্য ২৬ হাজার চাকরি বলিদান দিতে হল। এই গোটা ঘটনার দায় শুধুমাত্র তৃণমূল সরকারের।” এখানেই শেষ নয়, সুকান্ত আরও বলেন, “রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন কেন জোগ্য-অযোগ্যদের পৃথকীকরণ করতে পারল না? যদি সঠিক পদ্ধতিতে পৃথকীকরণ হত তাহলেই ২৫ হাজার ৫৭৩ জনের চাকরি বাতিল হত না। অযোগ্যরা উচিত শিক্ষা পেতেন ও যোগ্যদের চাকরি বহাল থাকত। মমতা ও তাঁর দলের জন্য এতগুলো পরিবার পথে বসল।” এরপরই র্যত হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “রাম নবমী পার হলেই বিক্ষোভে পথে নামবে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে উৎখাত করবই।”
