কলকাতা

রাজ্য জুড়ে তাপপ্রবাহ

রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, প্রখর রোদ। জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি শহরে তাপমাত্র ছুঁয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এবং পূর্বাভাস যে, তাপমাত্রা দিনের পর দিন এভাবে বেড়েই চলবে। এবং আগামি দিনেও বেড়েই চলবে বলেই পূর্বাভাস। অবস্থায় বাড়ছে নানা শারীরিক সমস্যা। ক্লান্তি, অবসাদ, হিটস্ট্রোক তো আছেই। রয়েছে ডিহাইড্রেশনের সমস্যা। রোদ এড়াতে, সুস্থ থাকতে সবার আগে ঠিক পোশাকটি বেছে নিতে হবে। এই গরমে হালকা রঙের পোশাক পরতে হবে, সুতির জামাকাপড় পরাই ভাল। প্রচুর জল খেতে হবে। প্রয়োজনে ঘন ঘন ওআরএস খেতে পারেন। বেশি ক্লান্তি লাগলে জলে গ্লুকোজ মিশিয়ে খেতে হবে।