কলকাতা

গরমের ছুটি শেষ! আগামী সপ্তাহেই রাজ্যে খুলছে স্কুল

গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে খুলছে স্কুল। আগামী ৫ জুন থেকে খুলছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলি। আগামী ৭ জুন থেকে খুলবে প্রাথমিক স্কুল। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে নবান্ন। গত ২ মে থেকে গরমের ছুটি পড়েছিল সরকারি স্কুলে।পর্ষদের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গরমের ছুটি শেষ হওয়ার কথা আগামী ৪ জুন। তার পর ৫ তারিখ থেকে স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে শিক্ষা দফতরের মতামত জানতে চাওয়া হয়েছিল। সূত্রের খবর, পর্ষদ থেকে একটি চিঠি গিয়েছে দফতরে। এর পরেই বিজ্ঞপ্তি দিয়ে ৫ জুন থেকে স্কুল খোলার কথা জানানো হল। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগাম গরমের ছুটি পড়ে যাওয়ায় পড়াশোনার ক্ষতি হয়েছে। তা পূরণ করতে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস নিতে হবে শিক্ষকদের। অনুমতি না নিয়ে স্কুল চত্বরের বাইরে যাওয়া যাবে না। টিফিন বিরতির সময় কী ভাবে কাজে লাগানো হবে, তা প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী হবে। ছুটি পড়ার সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, অতিরিক্ত দিন ছুটির কারণে যাতে পড়াশোনার ক্ষতি না হয়, তার জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা হবে। সেই মতোই স্কুলগুলিকে নির্দেশ দিল পর্ষদ। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জুন মাসের প্রথম সপ্তাহে কলকাতা সহ গোটা বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে ২ ও ৩ জুন তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে।