দেশ

আরজি কর কাণ্ডে সিবিআইকে স্টেটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ, চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন

কলকাতা হাইকোর্টে নয়, আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টেই। মঙ্গলবার স্পষ্ট করে জানালেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আরজি কর কাণ্ডে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা করতে হবে দেশের শীর্ষ আদালতে। ২২ অগস্ট, এই মামলায় পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি একটি টাস্ক ফোর্স গঠন করার নির্দেশও দেওয়া হয়েছে। দেশজুড়ে চিকিত্‍সকদের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী করণীয় তা নিয়ে পরামর্শ দেবে এই টাস্ক ফোর্স। দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সব হাসপাতাল, মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশও দিয়েছে। গোটা দেশের স্বাস্থ্য পরিকাঠামো খতিয়ে দেখে আগামী ৩ সপ্তাহে অন্তবর্তী রিপোর্ট দেবে এই জাতীয় টাস্ক ফোর্স। এরপর আগামী দু’মাসে মধ্যে জমা হবে চূড়ান্ত রিপোর্ট। আরজি কর কাণ্ডে FIR দায়ের করতে এত দেরি হলো কেন? প্রশ্ন তুলে উষ্মা প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কলকাতার সরকারি হাসপাতালে মহিলা শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এমনটাই মন্তব্য করেন।