দেশ

‘বারবার পাল্টি খাওয়া চলবে না’, নিট মামলায় NTA-কে তীব্র ভর্ৎসনা সুপ্রিমকোর্টের

নিট পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক অব্যাহত। কেন এই পরীক্ষা বাতিল করা হল না? শুক্রবার এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন জানায়, কোনও পদ্ধতিগত ত্রুটির কারণে পরীক্ষা বাতিল না করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ঘন ঘন অবস্থান বদল বন্ধ করা উচিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA)। এবার থেকে NTA-র যাবতীয় সিদ্ধান্ত, পরীক্ষা নেওয়ার প্রক্রিয়ার উপর নজর রাখবে প্রাক্তন ISRO প্রধান কে রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন প্যানেল। কোন কোন ক্ষেত্রে NTA-র পদ্ধতিগত সমস্যা রয়েছে, কী ভাবে সেগুলি শুধরে নেওয়া সম্ভব, তা বিস্তারিত জানানোর জন্য সংশ্লিষ্ট প্যানেলটিকে ডেডলাইন ধার্য করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে এই প্যানেল। এক কথায় এ দিন সুপ্রিম কোর্টের কাছে তীব্র ভর্ৎসিত হয় NTA। দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে NTA-কে পরীক্ষা নেওয়ার ব্যবস্থায় যাবতীয় ভুলভ্রান্তিগুলি শুধরে নিতে বলা হয়। এর জন্য এক বছর সময় দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। NTA-কে কড়া ধমক দিয়ে সুপ্রিম কোর্ট জানায়, পরীক্ষা নিয়ে বারবার পাল্টি খাওয়া বন্ধ হোক। তাদের কী কী ঘাটতি রয়েছে, সেটিও বিস্তারিত জানানো হয়েছে। শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, ‘NTA-র পরিকাঠামোগত প্রক্রিয়ায় খামতিগুলি তুলে ধরা হয়েছে। পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে এই ধরণের ভুল-ভ্রান্তি মানা যায় না।’