দেশ

১১ ধর্ষকের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা নয়, বিলকিসের আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি মামলা পুনর্বিবেচনা নয়। শনিবার বিলকিসের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত গুজরাট সরকার সরকারের আওতাধীন। মে মাসে এই রায় দেয় দেশের শীর্ষ আদালত। সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানান বিলকিস। শনিবার সেই আবেদনই খারিজ করলেন বিচারপতিরা। মে মাসে বিলকিস মামলার এক সাজাপ্রাপ্তের আবেদনের ভিত্তি রায় দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রস্তোগি এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। ১৫ অগাস্ট গোধরার সাব জেল থেকে মুক্তি পান দোষী সাব্যস্ত ১১ জন। দেশজুড়ে শুরু হয় বিতর্ক। ২০০২ সালে গুজরাটে দাহোড়ে গণধর্ষণ করা হয় অন্তঃসত্ত্বা বিলকিস বানোকে। খুন করা হয় তাঁর শিশুকন্যা সহ পকিবারের আরও ১৪ জনকে। এই মামলায় মোট ১২ জন গ্রেফতার হন। বিচারপর্ব চলাকালীন একজনের মৃত্যু হয়। মুম্বইয়ের আদালতে ১১ অভিযুক্ত দোষী সাব্যস্ত হন এবং তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। দীর্ঘ দিন কারাবাসের পর মুক্তির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক দোষী। গুজরাট হাইকোর্ট জানায় যেহেতু মামলার শুনানি মহারাষ্ট্রে হয়েছিল, তাই এ সিদ্ধান্ত সেই রাজ্যে আবেদন করতে হবে। এরপর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে । সেই মামলাতেই গত ১৩ মে বিচারপতি অজয় রস্তোগি এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ দোষীদের মুক্তি দেওয়ার বিষয়টি গুজরাট সরকারের এক্তিয়ারে পড়ে। এরপরেই ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন ছাড়া পান বিলকিস মামলার দোষীরা।