সুপ্রিমকোর্টে বড়সড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। গুজরাত দাঙ্গা পরবর্তী প্রমাণ জালিয়াতি মামলায় তাঁর নিয়মিত জামিন মঞ্জুর করল বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। বুধবার গুজরাত হাই কোর্টের নির্দেশ খারিজ করে দিয়ে বিনা শর্তেই তিস্তার জামিন মঞ্জুর করেছেন বিচারপতিরা। শুধু তাই নয়, গুজরাত পুলিশের দায়ের করা মামলা নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। কার্যত সুপ্রিম কোর্টে এদিন মুখ পোড়াতে হয়েছে বিজেপি শাসিত গুজরাত পুলিশকে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার ভয়াবহতা গোটা বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সমাজকর্মী তিস্তা শেতলবাদ। এমনকি তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী তথা স্বঘোষিত ৫৬ ইঞ্চির বুকের ছাতির মালিক নরেন্দ্র মোদির বিতর্কিত ভূমিকার পর্দাফাঁসও করেছিলেন। আর তাতেই রেগে লাল হয়ে গিয়েছিল গুজরাত পুলিশ। প্রভুভক্তি দেখাতে তিস্তার সামনে একাধিক মামলা দায়ের করে। মোদির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোর অভিযোগে গত বছরের ২৫ জুন গ্রেফার করে বিশিষ্ট সমাজকর্মীকে। গ্রেফতারের আড়াই মাস বাদে সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান তিস্তা। গত ৫ জুলাই গুজরাত হাই কোর্টের বিচারপতি নির্ঝর দেশাই তিস্তার নিয়মিত জামিনের আর্জি খারিজ করে দিয়ে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দিনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী। গ্রেফতারির হাত থেকে তিস্তাকে রক্ষাকবচ দেয় বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চ। পরে রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। এদিন মামলার শুনানিতে গুজরাত পুলিশের ছেঁদো যুক্তিকে তুলোধনা করেন বিচারপতিরা। নিয়মিত জামিন মঞ্জুর করেন। ফলে তিস্তাকে গ্রেফতারির স্বপ্নপূরণ অধরাই রয়ে গেল গুজরাত পুলিশের কাছে।