সরকারের সমালোচনার জন্য সাংবাদিককে ফৌজদারি মামলায় ফাঁসানো যায় না। শুক্রবার উত্তরপ্রদেশের সাংবাদিককে রক্ষাকবচ দিয়ে অভিমত সুপ্রিম কোর্টের। সরকারের সমালোচনা করলেই পুলিশি তদন্ত এবং হেনস্থার অভিযোগ দেশের বিভিন্ন রাজ্যেই হয়ে চলেছে। তেমনি একটি অভিযোগে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশের এক সাংবাদিককে অন্তর্বর্তী রক্ষাকবচ দেন। মামলার পরবর্তী শুনানি ৫ নভেম্বর। সুপ্রিমকোর্টে সাংবাদিক অভিষেক উপাধ্যায়ের দায়ের করা একটি আবেদনের শুনানি হয় ৷ তিনি রাজ্যে প্রশাসন সম্পর্কে একটি সংবাদ প্রকাশ করার জেরে উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় ৷ সেই এফআইআর বাতিল করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি ৷ সেই মামলার শুনানিতে আদালতের অভিমত, গণতান্ত্রিক দেশে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশের স্বাধীনতা আছে। সাংবাদিকতা সংবিধানের ১৯(১)(ক) ধারা অনুযায়ী সুরক্ষিত। সেখানে সরকারের সমালোচনা করে কোনও কিছু লিখলে লেখকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা অনুচিত। আবেদনে অভিষেক উপাধ্যায় অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে এফআইআরটি রাজ্য প্রশাসনের ক্ষমতার ‘অপব্যবহার’ করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা ছিল ৷ তাঁর কণ্ঠকে স্তব্ধ করার জন্য এবং হয়রানি বন্ধ করতে এই এফআইআর বাতিল করা উচিত বলেও আদালতে আবেদন করেন তিনি।