দেশ

‘পথকুকুর কাউকে কামড়ালে, যাঁরা খেতে দেন তাঁদেরই দায় নিতে হবে’, জানাল সুপ্রিমকোর্ট

কোনও পথকুকুর কাউকে কামড়ালে, তাকে নিয়মিত যাঁরা খেতে দেন তাঁরাই দায়ী হবেন। শুক্রবার এমনটাই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালত আরও জানাল, ওই পথকুকুরদের টিকাকরণের দায়িত্বও তাঁদেরই নিতে হবে যাঁরা নিয়মিত তাঁদের খেতে দেন ও দেখভাল করেন। কেরল ও মহারাষ্ট্র-সহ ভারতের বিভিন্ন রাজ্যে পাগল হয়ে যাওয়া কুকুরদের মেরে ফেলার নির্দেশ দেয় স্থানীয় পুরসভা। এই নির্দেশ সংক্রান্ত একটি মামলার শুনানিতে শুক্রবার এই প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, জন নিরাপত্তা ও পশু অধিকারের মধ্যে একটা সমতা বজায় রেখেই চলতে হবে। সঞ্জীব খান্না ও জে কে মাহেশ্বরীর ডিভিশন এদিনের শুনানিতে এই বিষয়টিতেই জোর দিয়েছে। বিচারপতি খান্নার কথায়, ”আমরা অধিকাংশই কুকুরপ্রেমী। আমিও কুকুরদের খেতে দিই। একটা কথা আমার মনে এল। কুকুরদের দেখভাল যাঁরা করতে চান তাঁরা করুন। কিন্তু তাঁদের চিহ্নিত করতে হবে। তা বলে আমি চিপের মাধ্যমে চিহ্নিত করার কথা বলছি না। ওই পদ্ধতিতে আমার সায় নেই।” আগামী ২৮ সেপ্টেম্বর এই বিষয়ে আবার শুনানি রয়েছে। সেদিন এই প্রস্তাবের উত্তরের শুনানি হবে শীর্ষ আদালতে।