গত কয়েকদিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। নিউমোনিয়া নিয়ে ভর্তি হলেও, পরে তৈরি হয় নতুন বিপত্তি। হাড় ভেঙে গিয়েছে কামারহাটির বিধায়কের। চিকিৎসকেরা তাই বিধায়কের অস্ত্রোপচার করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর, বুধবারই হবে তাঁর অস্ত্রোপচার। আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। বুধবার ট্রমা কেয়ারে অস্ত্রোপচার হবে। গত বৃহস্পতিবার রাতে আচমকা অবস্থার অবনতি হয় তাঁর। হঠাৎ খিঁচুনি শুরু হওয়ার পর কাঁধের হাড় ভেঙে যায় মদন মিত্রের। আগামীকাল অর্থাৎ বুধবারই এসএসকেএম হাসপাতালে কাঁধের অস্ত্রোপচার হবে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি।