রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তাদের আর্জি, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হোক। তবে সেই আর্জি শোনেনি সুপ্রিম কোর্ট। তারা জানিয়ে দিয়েছে, এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করুক সরকার। আসানসোলে কম্বল বিতরণের সময় তিনজনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কাঠগড়ায় শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। সেই নির্দেশ খারিজের দাবিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে।