জেলা

বঙ্গ বিজেপিতে কোন্দল অব্যাহত! দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু অধিকারী

এবার বেসুরো শুভেন্দু অধিকারীর? এবার দলের জেলা সাংগঠনিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশাপাশি তাঁর সঙ্গেই ওই গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছেন দলের আর এক বিধায়ক অশোক দিন্দা ও নন্দীগ্রামের বিজেপি নেতা সাহেব দাস। হঠাৎ কেন এভাবে দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে তাঁরা বেরিয়ে গেলেন তা এখনও স্পষ্ট হয়নি। বঙ্গ বিজেপিতে কোন্দল অব্যাহত। জেলায়-জেলায় নেতাদের দলত্যাগ-ইস্তফায় ঘোর অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। জেলায় বিজেপির গ্রুপ লেফটের রাজনীতিতে ক্রমেই চিন্তা বাড়ছে সুকান্ত-শমীকদের। রবিবার রাতে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান একে একে শুভেন্দু অধিকারী, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা ও সাহেব দাসরা।