কলকাতা

বাংলায় এই সরকার ‘২৬ সাল পর্যন্ত চলবে না, ৩ রাজ্যে জয় উপলক্ষ্যে কাল বিধানসভায় বিজয়োৎসবের হবে মিষ্টি বিতরণঃ শুভেন্দু

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় । চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই গেরুয়া ঝড় । আর বিজেপির এই জয়ের সাফল্যে উল্লসিত রাজ্যের বিজেপি কর্মীরা । এই আনন্দে আগামিকাল অর্থাৎ সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা বিজয়োল্লাস করবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ হবে মিষ্টি বিতরণও ৷ রবিবার রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির একটি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন । তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমে মোদি মোদি বলে স্লোগান দিতে থাকেন । লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ব্যাপক সফল হবে বলে দাবি করেন শুভেন্দু । শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, পিসি আর ভাইপো লাফাচ্ছে, এ বার ধ্বংস হয়ে যাবে । গোটা পশ্চিমবঙ্গের মানুষ মোদির সঙ্গে রয়েছেন ৷ বিরোধী দলনেতা এ দিন জানান যে, আজ এবং কাল গোটা রাজ্যে মোদি মোদি জয়ের স্লোগান দেওয়া হবে এবং আগামিকাল বিধানসভাতে বিজেপি বিধায়করা বিজয়োল্লাস করবেন ৷ সেইসঙ্গে রাস্তার পাশেও লাড্ডু বিতরণ করবেন বিজেপির বিধায়করা । তিনি আরও বলেন, আমরা তিনটে রাজ্যে শুধু জেতা নয়, তেলেঙ্গানাতেও আমাদের ভালো ফল হয়েছে ৷ পশ্চিমবঙ্গেও ফল ভালো হবে । আর এই সরকার ২৬ সাল পর্যন্ত টিকবে না।