“মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন সেটার পরিপ্রেক্ষিতে এফআইআর করব। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যে থানার আওতায়, সেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর করব। উনি রাষ্ট্রবিরোধী কথা বলছেন। এর বিরুদ্ধে ইউএপিএ হওয়া উচিত।” হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি আরও বলেন,”দিল্লি যান না। রাজঘাটে আবার যান। দৌড় করাব।” শুভেন্দু জানিয়েছেন, আজকের মুখ্যমন্ত্রীর বক্তব্যের কপি নেবেন তিনি। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এফআইআর করবেন তিনি। শুভেন্দু তোপ দাগেন, যারা বিরোধী তাদের বাড়ি পোড়ানো হয়েছে। বেছে বেছে তৃণমূলকে যারা ভোট দেয় না, তাদের বাড়ি-ই পোড়ানো হয়েছে। বলেন, “আমার বিরুদ্ধে ৩৫টা মামলা। যন্ত্রণার নাম শুভেন্দু অধিকারী।” প্রসঙ্গত, এদিন নেতাজি ইন্ডোরের দলীয় বৈঠকে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশ দেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের অন্যতম হাতিয়ার, ১০০ দিনের কাজের বকেয়া আদায়। এই নিয়ে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাদ্দ ইস্যুতে দিল্লি চলোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তিনি দিল্লি যাবেন বলে ঘোষণা করেছেন। আর সেই পরিপ্রেক্ষিতেই শুভেন্দুর হুঁশিয়ারি, মমতা বন্দ্যোপাধ্য়ায় দিল্লি গেলে তাঁকে ‘দৌড়’ করিয়ে ছাড়বেন।