স্কুলের ব্যাগে বিশ্ব বাংলা লোগোর ব্যবহার নিয়ে এ বার কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর দাবি, প্রকল্পের আওতায় পাওয়া টাকা দিয়ে যে প্রকল্প চলছে, সেখানে কেন্দ্রের কথা কোথাও উল্লেখ করা নেই৷ উল্টোদিকে শুধুমাত্র বিশ্ববাংলার লোগো ব্যবহার করা হচ্ছে৷ আর সেই নিয়েই ধর্মেন্দ্র প্রধানের কাছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী৷ একটি চিঠিতে শুভেন্দু লিখেছেন, ‘সমগ্র শিক্ষা মিশন’ স্কিমের আওতায় পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন স্কুলের কাছে স্কুল ব্যাগ পৌঁছে দিচ্ছে৷ সেটি কেন্দ্রীয় সরকারের আওতায়৷ সেখানেই যে স্কুল ব্যাগগুলি পাঠানো হচ্ছে পড়ুয়াদের কাছে, তাতে কেন্দ্রীয় সরকারের অংশগ্রহণের কোনও উল্লেখ নেই৷