কলকাতা

রাজ্যের বিরুদ্ধে টাকা নষ্টের অভিযোগ নিয়ে নবান্নে শুভেন্দু অধিকারী

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই সময়েই আচমকা নবান্নে হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বৈঠকেই পরেই পৌনে বারোটা নাগাদ হঠাৎ নবান্নে হাজির হন শুভেন্দু। ৪ জন বিধায়কের সঙ্গে ভিজিটর রুমে প্ল্যাকার্ড হাতে বসেও থাকতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় বরাদ্দের খতিয়ান নিয়ে, রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে পোস্টার হাতে বসেছিলেন তিনি। নবান্ন থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, “বাংলার জনগণকে বঞ্চিত করে রাজ্য সরকার। কেন্দ্রের টাকা নষ্ট করছে রাজ্য সরকার। আমাদের লড়াই চলবে।” শুভেন্দু জানিয়েছেন, নবান্নে আগেও একাধিকবার আসার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। ১৪৪ ধারার কথা মাথায় রেখে ৪ জন বিধায়ককে নিয়ে তিনি না জানিয়েই নবান্নে এসেছেন। এখানে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেন তিনি।