কলকাতা

ওড়িশায় দুর্ঘটনার পরে সাহায্যের হাত বাড়িয়েছে বাংলা, আপত্তি শুভেন্দুর! বললেন চিকিৎসার জন্য জোর করে নিয়ে আসা হচ্ছে আহতদের

করমণ্ডল দুর্ঘটনার পরে ছুটে গিয়েছিল বাংলার প্রতিনিধি দল। নবান্নে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে ওড়িশায় গিয়েছে উদ্ধারকারী দল, মেডিক্যাল টিম। দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবা। বাংলায় এনে চিকিৎসা করা হচ্ছে আহতদের। এতেও আপত্তি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এসএসকেএম এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ বাংলার একাধিক হাসপাতালে চিকিৎসাধীন বহু আহত। চলছে চিকিৎসা। উল্লেখ্য, মন্ত্রী মানস ভূঁইয়ার নেতৃত্বে বাংলা থেকে ওড়িশা যাওয়া পশ্চিমবঙ্গের প্রতিনিধি দলে ছিলেন  সাংসদ দোলা সেন এবং পশ্চিম  মেদিনীপুর জেলার এডিএম সুমন মহান্তি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বাংলায় নিয়ে এসে চিকিৎসা করানো হচ্ছে। বাড়ি ফেরানো হচ্ছে। মৃতদের দেহ-ও নিয়েও আসা হয়েছে। এই অবস্থায় শুভেন্দু ওড়িশার বালাশোরে গিয়ে তীব্র নিন্দা করলেন রাজ্য সরকারের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শুভেন্দুর দাবি, বাংলায় চিকিৎসার জন্য জোর করে নিয়ে আসা হচ্ছে আহতদের। ভালো চিকিৎসা হয় না পশ্চিমবঙ্গে। যখন ওড়িশা ও রেল কার্যত হিমশিম খাচ্ছে পরিষেবা দিতে। সেই অবস্থায় পাশে দাঁড়িয়েছে বাংলা। এই সময় শুভেন্দুর এমন মন্তব্যকে ভালো চোখে নিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ। বলা হচ্ছে, এটা রাজনীতির সময় নয়।যখন ওড়িশা ও রেল কার্যত হিমশিম খাচ্ছে পরিষেবা দিতে। সেই অবস্থায় পাশে দাঁড়িয়েছে বাংলা। এই সময় শুভেন্দুর এমন মন্তব্যকে ভালো চোখে নিচ্ছে না রাজনৈতিক মহলের একাংশ।