কলকাতা

 স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নয়া নির্দেশিকা স্বাস্থ্যভবনের

স্বাস্থ্যসাথী প্রকল্পে বদল। এ নিয়ে নতুন নির্দেশিকা দিল স্বাস্থ্যভবন। হার্নিয়া, হাইড্রোসিল ও দাঁতের অস্ত্রোপচার শুধুমাত্র সরকারি হাসপাতালে করালেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এইসব অস্ত্রোপচার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে করালে স্বাস্থ্যসাথী কার্ডের কোনও সুবিধা পাওয়া যাবে না। অসুখ জটিল না-হলে স্বাস্থ্যসাথীতে হার্নিয়ার অস্ত্রোপচারেও অগ্রাধিকার সরকারি হাসপাতালে। ক্যানসার সার্জারি, পথ দুর্ঘটনার শিকার রোগীদের প্রস্থেসিস ছাড়া দাঁতের যাবতীয় চিকিৎসার ক্ষেত্রেও স্বাস্থ্যসাথী কার্ড একমাত্র সরকারি হাসপাতালেই করালে মিলবে পরিষেবা ৷ এ নিয়ে শুক্রবার নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। এখানেই শেষ নয়, যদি কারোর পেটে অস্ত্রোপচার হয় তখন অ্যাপেনডিক্স অপারেশন করা হলে সেটাও স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় পড়বে না।