কলকাতা

চিকিৎসকদের অবসরের মেয়াদ বাড়াল রাজ্য

জ্যে ক্ষমতায় আসার পর একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল ও মেডিকেল কলেজ গড়ে তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সাধারণ মানুষের নাগালে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। এবার চিকিৎসক সঙ্কট মেটাতে রাজ্য সরকার চিকিৎসকদের অবসর গ্রহণের বয়সসীমা বাড়াল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ন্যাশানাল হেলথ মিশনের আওতায় চিকিৎসকদের অবসরের বয়স বাড়ানো হল। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশানাল হেলথ মিশনের অধীনে চুক্তিভিত্তিক চিকিৎসকদের আগে বসরের বয়সসীমা ছিল ৬২ বছর। এবার থেকে সেই বয়সসীমায় বদল আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এই প্রকল্পের অধীনে কাজ করা চিকিৎসকদের বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে ৬৭ বছর। পাশাপাশি মেডিকেল অফিসারদের আগে অবসরের বয়স ছিল ৬৫ বছর। এখন তা বাড়িয়ে করা হয়েছে ৭০ বছর। ওয়াকিবহাল মহল মনে করছে চিকিৎসকদের অবসরের এই মেয়াদ বাড়ানোতে রাজ্যে চিকিৎসক সঙ্কট কিছুটা কমানো যাবে।