প্রয়াত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ শ্রীনগরে নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর ৷ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ৷ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন গিলানি ৷ কিডনির সমস্যায় ভুগছিলেন ৷ তাছাড়া বয়সজনিত নানা রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে ৷ এরপরে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয় ৷ গিলানির মৃত্যু ঘিরে যাতে কোনও অপ্রীতিকর অবস্থা না ঘটে, তাই সজাগ প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। গিলানির মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন জম্ম-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মেহবুবা মুফতি টুইটে লেখেন, “আমাদের মধ্যে মতের কোনও মিল ছিল না ঠিকই ৷ কিন্তু তাঁর বিশ্বাসে অবিচল থাকা ও একনিষ্ঠতার জন্য আমি তাঁকে শ্রদ্ধা করি ৷ “উল্লেখ্য, ২০০৮ সাল থেকে তিনি গৃহবন্দী ছিলেন ৷