করোনার জেরে ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা হবে কম সিলেবাসে। আজ, মঙ্গলবার একথা জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমানো হয়েছে মাধ্যমিকের সিলেবাস। সব বিষয়েই সিলেবাস কমানো হয়েছে। তবে ২০২২–এর মাধ্যমিক পরীক্ষা কবে এবং কী ভাবে হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়নি। শুধু তাই নয় কোন বিষয়ে কতটা করে সিলেবাস থাকবে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল নির্দেশিকায়। নির্দেশিকা থেকে স্পষ্ট আগামী বছর সশরীরে ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। যদিও পরীক্ষা কবে হবে সেই বিষয়ে অবশ্য পর্ষদ এখনো কোন বিজ্ঞপ্তি জারি করেনি।পর্ষদের তরফে নির্দেশিকায় কোন বিষয়গুলি থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে ব্যাখ্যা মূলক প্রশ্ন থাকলেও সংক্ষিপ্তধর্মী বা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নই বেশি থাকবে। সে ক্ষেত্রে ৯০ নম্বরের পরীক্ষা ধরেই প্রশ্নপত্রের বিভাজন দেওয়া হয়েছে পর্ষদের নির্দেশিকায়। ঠিক আছে পরীক্ষা কবে হবে সেই বিষয়ে পর্ষদের তরফে নির্দিষ্টভাবে কিছু জানা না গেলেও এই বিষয়ে রাজ্যের তরফেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেই পর্ষদের দাবি। গতকাল নবান্নের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কাল কী হবে বলতে পারছি না। যদি আজকের কথা বলেন, রাজ্যে করোনা নিয়ন্ত্রণে। আমরা চাই পড়ুয়ারা স্কুলে যাক। কিন্তু আগাম পরিকল্পনা করতে হবে। পুজো এসে গিয়েছে। কাজেই পুজোর ছুটি- ভাইফোঁটা, দেওয়ালির পর পরিস্থিতি ঠিক থাকলে স্কুল খুলব’। এই পরিস্থিতিতে পড়ুয়াদের অসুবিধার কথা মাথা রেখে আগামী বছর মাধ্যমিকের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শিক্ষক সংগঠনও।