বিনোদন

মার্চেই বিয়ে করছেন অভিনেত্রী তাপসী পান্নু, পাত্র ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো

মার্চেই বিয়ে করছেন অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড ও ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেত্রী। শিখ ও খৃস্টান দুই মতেই বিয়ে করবেন তাঁরা। ১০ বছরেরও বেশি সময় ধরে তাপসী ও ম্যাথিয়াসের সম্পর্ক। তাঁরা সম্পর্ক গোপন না রাখলেও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তাপসী। বরাবরই তিনি তাঁর জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। শোনা যাচ্ছে, আগামী মাসের শেষেই বসতে চলেছে তাপসীর বিবাহ বাসর। তাপসীর পছন্দের শহর উদয়পুর। সেখানেই বিয়ের আসর বসতে চলেছে। সূত্রের খবর যে এটি একটি সম্পূর্ণ পারিবারিক বিয়ে হতে চলেছে। শুধুমাত্র পরিবারই উপস্থিত থাকবে। আমন্ত্রিতের তালিকায় থাকছেন না বলিউডের প্রথম সারির তারকারা। উদয়পুরে আমন্ত্রণ না থাকলেও মুম্বইয়ে থাকছে রিসেপশন পার্টি। সেখানে উপস্থিত থাকবেন তাপসীর ইন্ডাস্ট্রির বন্ধুরা।