বিনোদন

প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা যুবনরাজ নেথ্রুন

প্রয়াত জনপ্রিয় তামিল অভিনেতা যুবনরাজ নেথ্রুন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকটি টেলিভিশন শোয়ে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছেন। তাঁর অকাল প্রয়ানে শোকের ছায়া চারদিকে। যুবনরাজ পনি, মান্নান মঙ্গল এবং মহালক্ষ্মী-র মতো কাজে চিত্তাকর্ষক অভিনয়ের জন্য পরিচিত । তাঁর অভিনয় দক্ষতা তাঁকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। দুঃসংবাদটি অভিনেতার বন্ধু  একটি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, ‘আমার বন্ধুর মৃত্যু আমাকে আঘাত দিয়েছে। শান্তিতে বিশ্রাম নিও, বন্ধু।’ অভিনেতার মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। নেটমাধ্যমে শোকপ্রকাশ করেছেন তাঁরা।