দেশ

নিয়োগ দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেফতার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল

অবশেষে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে বার বার তলব করে জিজ্ঞাসাবাদ করে রেহাই দিচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। রবিবার অবশেষে তাপস মণ্ডলকে গ্রেফতার করলেন গোয়েন্দারা। এদিন নিজাম প্যালেসে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। তাপস মণ্ডলের পাশাপাশি এদিন গ্রেফতার করা হয়েছে নিয়োগ মামলার আর এক অভিযুক্ত নীলাদ্রি ঘোষকে। গ্রেফতার করা হয়েছে শেখ আলি ইমাম নামে আরও এক ব্যক্তিকে। যিনি ধৃত শেখ শাহিদ ইমামের দাদা। রবিবার তাপস এবং নীলাদ্রীকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।