জেলা

করোনার জের, এবারও দক্ষিণেশ্বর ঘাটে মহালয়ায় তর্পণ করা যাবে না, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

গত বছর করোনা সংক্রমণের জেরে তর্পণে নিষেধাজ্ঞা ছিল সব ঘাটেই। কিন্তু এ বছর করোনা সংক্রমণ নিম্নমুখী, টিকাকরণও চলছে জোরকদমে। ফলে এবার তর্পণ করা নিয়ে আশাবাদী ছিলেন সাধারণ মানুষ। কিন্তু এরমধ্য়েই এল আশাহত হওয়ার খবর পাওয়া গেল। মহালয়ার দিন দক্ষিণেশ্বর প্রাঙ্গন সংলগ্ন ঘাটে করা যাবে না তর্পণ, কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, মহালয়ার দিন সকাল ছটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ থাকবে মন্দির প্রাঙ্গন এবং সিংহদরজা। কোভিড পরিস্থিতিতে যাতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে তার জন্যই সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। প্রতি বছরই মহালয়ার দিন ভোর থেকে কয়েক হাজার পূণ্য়ার্থী ভিড় করেন দক্ষিণেশ্বরে। পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে আসা অনেকেই পুজো দিয়ে বাড়ি ফেরেন। কিন্তু এবারও মহালয়ার দিন দক্ষিণেশ্বর মন্দির এবং সংলগ্ন গঙ্গার ঘাট বন্ধ থাকবে। তবে এই নির্দেশিকা শুধুমাত্র দক্ষিণেশ্বর ঘাটেই জারি করা হয়েছে। কলকাতার অন্যান্য ঘাটে আদৌ তর্পণ করা যাবে কিনা সেটা সম্পর্কে এখনও কিছুই জানায়নি নবান্ন।