কলকাতা

এবার ববিতা সরকারের চাকরি বাতিল, টাকা ফেরতের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

মন্ত্রীকন্যা পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে সরিয়ে স্কুলে চাকরি পেয়েছিলেন শিলিগুডির ববিতা সরকার। মন্ত্রীকন্যার চাকরি যাওয়ায় হইচই পড়ে গিয়েছিল রাজ্যে। এবার চাকরি যাচ্ছে সেই ববিতা সরকারেরই।  নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়। টাকা ফেরতের নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ববিতার জায়গায় চাকরি দিতে হবে অনামিকা সরকারকে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। আজ সোমবার, SSC-কে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ববিতাকে ১৫ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেয় আদালত। জুনের প্রথম সপ্তাহের মধ্যে দুই কিস্তিতে সুদ-সহ ১৫ লক্ষ টাকা ফেরানোর নির্দেশ দেন বিচারপতি। ‘ভুল করেছিলেন ববিতাই’, মন্তব্য আদালতের। তবে বেতন বাবদ পাওয়া টাকা ফেরাতে হবে না ববিতাকে।