খেলা

রোহিতের ব্যাটে ১০০০তম ম্যাচে ‘ক্যারিবিয়ান বধ’ টিম ইন্ডিয়ার

ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬ (হোল্ডার-৫৭, চাহাল-৪৯/৪)
ভারত: ১৭৮/৪ (রোহিত-৬০)
৬ উইকেটে জয়ী ভারত

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের দিন তাঁকে শ্রদ্ধা জানিয়েই ঐতিহাসিক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রোহিত শর্মারা। আর ঘরের মাটিতে পোলার্ড বাহিনীর বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে হোম ফেভারিটরা। এদিন টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান রোহিত । তবে ঝোড়ো বোলিংয়ে একের পর এক ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে।  রোহিত শর্মার চওড়া ব্যাটে ১০০০তম ওয়ান ডে’তে ‘ক্যারিবিয়ান বধ’ ভারতের ৷ জেসন হোল্ডারদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভাল শুরু করেছিল রোহিত-কিষান জুটি ৷ ব্যক্তিগত ৬০ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেও জয়ের মঞ্চ গড়ে দিয়ে যান মুম্বইকর ৷ শেষপর্যন্ত ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ ক্যাপ্টেন্সি ছাড়ার পরে এই ম্যাচে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন কোহলি ৷ যদিও ফের একবার রান করতে ব্যর্থ বিরাট ৷ মাত্র ৮ রান করেই ক্রিজ ছাড়লেন দেশের সদ্য প্রাক্তন অধিনায়ক ৷ ওপেনিংয়ে নেমে বড় রান করতে পারেননি ঈশান কিষানও ৷ ২৮ রান করে অ্যালেনের তালুবন্দী হয়ে ফেরেন তিনি ৷ মাত্র ১১ রান করে রান আউট হন ঋষভ পন্থও ৷সেখান থেকে ম্যাচের হাল ধরেন সূর্যকুমার যাদব-দীপক হুডা ৷ ডেবিউ ম্যাচেই নজর কাড়লেন হুডা ৷ ২৬ রান করে অপরাজিত থাকলেন হরিয়ানার ব্যাটার ৷ ৩৪ রান করলেন ‘SKY’ ৷ তাদের জুটিতেই অনায়াস জয় পকেটে পুরল ভারত ৷