খেলা

মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই, দলে ঝুলন-সহ বাংলার তিন ক্রিকেটার

২০২২-এর মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। প্রবীণ ভারতীয় ক্রিকেটার মিতালি রাজকে দলের অধিনায়ক করা হয়েছে এবং ডানহাতি ব্যাটার হরমনপ্রীত কৌরকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে। পাশাপাশি বাংলা থেকে সুযোগ পেয়েছেন তিন ক্রিকেটার।
একনজরে দেখে নেওয়া যাক ২০২২ বিশ্বকাপের জন্য ভারতের মহিলা দল:
মিতালি রাজ (অধিনায়ক), হরমনপ্রীত কৌর (সহ-অধিনায়ক), স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা, দীপ্তি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্নেহ রানা, ঝুলন গোস্বামী, পূজা, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাজেশ্বরী, পুনম যাদব।
স্ট্যান্ডবাই প্লেয়ার: সবিনেনি মেঘনা, একতা বিষ্ট, সিমরান দিল বাহাদুর।