বিবিধ

টানা ১০ ঘণ্টার ম্যারাথন অপারেশনে কাটা হাত জোড়া লাগালেন ভুবনেশ্বর এমসের চিকিৎসকেরা

টানা ১০ ঘণ্টার ম্যারাথন অপারেশন। সেই অপারেশনে এক মহিলার কাটা হাত জোড়া লাগালেন ভুবনেশ্বর এমসের চিকিৎসকেরা। কাটা হাত জোড়া লাগানো হয়েছে বর্ষা দাশের। আপাতত তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বর্ষা। জানা গিয়েছে, ক্ষেত থেকে ধান তুলে ধান ঝাড়ার মেসিনে দিচ্ছিলেন বর্ষা। অন্যমনস্ক থাকায় তাঁর ডান হাত মেসিনে ঢুকে যায়। কনুই থেকে হাত কেটে যায়। অসম্ভব যন্ত্রণা চিৎকার করতে থাকেন বর্ষা। পরিবারের লোক তাঁকে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।সঙ্গে ছিল কাটা হাত। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করে তাঁকে ভুবনেশ্বর এমসে ভর্তি করার পরামর্শ দিলে পরিবারের

লোক বর্ষাকে সেখানে নিয়ে যায়। চিকিৎসকেরা কাটা অংশ পরিষ্কার করে সেখানে ওষুধপত্র দিয়ে ব্যান্ডেজ করে দেয়। অন্যদিকে, কাটা হাত স্যানেটাইজ করে রেখে দেওয়া হয়েছিল শীতাতপ কক্ষে। অপারেশনের জন্য তৈরি করা হয় চিকিৎসকদের একটি দল। দলে ছিলেন ভুবনেশ্বর এমসের প্লাস্টিক সার্জারি বিভাগের দুই চিকিৎসক, তিনজন অ্যানাস্থেটিকস, দুইজন অর্থপেডিক সার্জন, তিনজন নার্স। অপারেশন চলে টানা ১০ ঘণ্টা। কাটা হাত জোড়া লেগেছে। বর্ষাকে আপাতত কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। ভুবনেশ্বর এমসের এগজিকিউটিভ ডিরেক্টর ডা. আশুতোষ বিশ্বাস জানিয়েছেন, অপারেশন অত্যন্ত সাফল্যের সঙ্গে শেষ হয়েছে বর্ষাকে আরও কিছুদিন এখানে থাকতে হবে। বর্ষা চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।