১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে তার উপরে চালানো হল নির্মম অত্যাচার। ১০ জন একযোগে ওই কিশোরীর উপর অকথ্য অত্যাচার চালায়। গত ১৫ মার্চ অর্থাৎ হোলির পরদিন বছর ১৬-র ওই কিশোরীকে তুলে নিয়ে যায় ১০ যুবক। এরপর তার উপর চালানো হয় গণধর্ষণ। বিহারের দ্বারভাঙার বাড়ি থেকে ওই কিশোরী অপহৃত হওয়ার বেশ কয়েকদিন পর তাকে জ্ঞানহীন অবস্থায় বাড়ির লোকজন দেখতে পান। অসুস্থ কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সঙ্গে থানাতেও দেওয়া হয় খবর। পুলিশ ওই কিশোরীর বয়ান নথিভুক্তের পর শুরু করেছে তদন্ত। অপহরণ এবং গণধর্ষণের অভিযোগে যাদের নাম পুলিশের খাতায় উঠে এসেছে, তাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি।
