বিদেশ

দুবাই এয়ার শোয়ে দুর্ঘটনা, মাটিতে আছড়ে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস, মৃত্যু পাইলটের

এয়ার শোয়ে মর্মান্তিক দুর্ঘটনা ! দুবাইয়ে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস ৷ আরব আমির শাহিতে একটি এয়ার শোয়ের সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে এই এয়ার শো হচ্ছিল ৷ ঠিক তখনই তেজস যুদ্ধবিমানটি দ্রুতবেগে মাটিতে আছড়ে পড়ে ৷ সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয় ৷ আগুন ধরে যায় যুদ্ধবিমানে ৷ কালো ধোঁয়া বেরতে থাকে ৷ সাইরেন বাজতে থাকে ৷ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারের কাজ করেন কর্মীরা ৷ কিন্তু এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট ৷ এই প্রদর্শনীতে অংশ নিয়েছিল ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ এরোব্যাটিক টিম ৷ ভারতে তৈরি তেজস যুদ্ধবিমানের প্রদর্শনী চলছিল ৷ ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনা কীভাবে ঘটল, সেই কারণ অনুসন্ধানে কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২ টো ১০ মিনিট নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ বহু মানুষ এই এয়ার শো দেখতে ভিড় জমিয়েছিলেন ৷ তাঁদের সামনেই ভেঙে পড়ে তেজস যুদ্ধবিমান ৷ মাটিতে আছড়ে পড়ার মুহূর্তে বিস্ফোরণ হয় ৷ তাতে আগুন ধরে যায় ভারতীয় যুদ্ধবিমানে ৷ ভারতীয় বায়ুসেনা সোশাল মিডিয়ায় জানিয়েছে, “আজ দুবাইয়ে এয়ার শো হচ্ছিল ৷ সেই সময় বায়ুসেনার একটি তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনা ঘটে ৷ গুরুতর জখম পাইলটের মৃত্যু হয়েছে ৷ এই প্রাহানিতে ভারতীয় বায়ুসেনা শোকাহত ৷ এই দুঃসময়ে মৃতের পরিবারের পাশে রয়েছে সেনা ৷ কেন এই দুর্ঘটনা ঘটল, তার সঠিক কারণ অনুসন্ধানে কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে ৷” তেজস ভারতে তৈরি নিজস্ব যুদ্ধবিমান ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হাল এই বিমান তৈরি করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার ভারতে তৈরি যুদ্ধাস্ত্রের উপর জোর দিয়েছেন ৷ রাশিয়ার মিগ-21 বিমান সম্প্রতি অবসর নিয়েছে ৷ এই বিমানের জায়গা নিয়েছে তেজস এমকে-1এ যুদ্ধবিমান ৷ এই বিমান তৈরির বিপুল বরাত পেয়েছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হাল) ৷