কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। আর তার লাইভ স্ট্রিমিংও চলছিল। বর্তমানে হাইকোর্টের ছুটি চলছে। তার জেরে অবকাশকালীন বেঞ্চের শুনানি চলছিল। আর সেই সময়ই হয়ে গেল একেবারে অবাক করা ঘটনা। কিন্তু কীভাবে এই পরিস্থিতি তৈরি হল তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। সূত্রের খবর, সেই লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ইউটিউবে। সেই সময় আচমকাই সেখানে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এরপরই শোরগোল পড়ে যায়। দ্রুত সেই স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়। সূত্রের খবর, গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হাইকোর্টের আইটি সেল গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই ঘটনার পেছনে কোনও সাইবার চক্রের হাত রয়েছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।