কলকাতা

মরশুমে প্রথমবার ১৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা, উইকেন্ডে শীতের আমেজ

আর আজ, বৃহস্পতিবার প্রথমবারের মতো ২০ ডিগ্রির নীচে নামল শহরের তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ তাপমাত্রা ১৯ থেকে ২৮ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে। আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শীতের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে।