বিনোদন

Thalapathy Vijay: বক্স অফিসের পর এবার ব্যালট বক্স, নিজের দল গড়লেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি

 দক্ষিণী চলচিত্রের সুপারস্টার বিজয় থালাপতি তামিলনাড়ুতে একটি রাজনৈতিক দল চালু করেছেন, যার নাম ‘তামিলগা ভেত্রি কাজগা’ (TVK)। শুক্রবার নিজের দলের নাম ঘোষণা করেন বিজয়। পাশাপাশি এই দিনই নিজের অভিনয় জীবনের ইতি টানা নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। আর এই কথা শুনে বেশ অবাক হয়েছে গোটা দেশ। তামিলগা ভেত্রি কাজগা দলের বাকি সদস্যরা অভিনেতাকে দলকে সভাপতি নির্বাচিত করেছে। পুরোপুরি ভাবে দলকে সময় দেওযার জন্যই বিজয় জানান, পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হওয়ার জন্য দুটি চলচ্চিত্র শেষ করার পরে সিনেমা ছেড়ে দেবেন তিনি। একটি বিশদ বিবৃতিতে তাঁর রাজনৈতীক দল এবং তাঁর চলচিত্র জীবনের খুটিনাটি জানিয়েছেন অভিনেতা। তাঁর এই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার মতে, রাজনীতি আমার জন্য অন্য যেকোনও কাজ নয়। এটি একটি পবিত্র কাজ। শুধু উচ্চমানের রাজনীতি নয়, আমার পূর্বসূরিদের কাছ থেকে রাজনীতি শিখতে হবে আমাকে। আমি নিজেকে প্রস্তুত করছি মানসিকভাবে। রাজনীতি কোনো শখ নয়। এটা আমার গভীর ইচ্ছা। আমি নিজেকে সম্পূর্ণভাবে সম্পৃক্ত করতে চাই। তাই আমি আরও একটি চলচ্চিত্র সম্পূর্ণ করব যেটার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং এরপর একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ হয়ে উঠব। এভাবেই তামিলনাড়ুর মানুষের কাছে আমার ঋণের মূল্য আমি দিতে চাই।‘