বিনোদন

সিএএ-র বিরোধিতায় দক্ষিণের দুই তারকা থালাপতি বিজয় ও কমল হাসান, বললেন ‘CAA দেশকে ভাগ করার ষড়যন্ত্র, আমরা এটা মানব না’

 সোমবার মধ্যরাত থেকেই দেশজুড়ে লাগু হয়ে গেল সিএএ। নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ সংসদে পাস হয়ে গিয়েছে অনেকদিন আগেই। কিন্তু চার বছরে পেরিয়ে যাওয়ার পরও তার কোনও বিধি তৈরি হয়নি। এনিয়ে বিরোধীরা বারেবারেই সুর চড়াচ্ছিল। এবার বিধি তৈরি করে বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। এই খবর প্রকাশ্যে আসতেই সিএএ-র বিরোধিতায় মুখ খুললেন তামিল ছবির দুই তারকা থালাপতি বিজয় ও কমল হাসান। সিএএ-এর বাস্তবায়নকে দিনকে ‘ভারতের কালো দিন’ বললেন অভিনেতা। মঙ্গলবার থালাপতি বিজয় এই বিষয়ে তামিলনাড়ু সরকারকে চিঠি লেখেন। তিনি জানান, ‘এটা মানা সম্ভব নয়। সিএএ-এর মতো কোনও আইন আমাদের রাজ্যে প্রয়োগ করতে দেওয়া হবে না। আমরা এটা মানব না। যেখানে দেশের সমস্ত নাগরিক ভালবেসে একে অপরের সঙ্গে বসবাস করেন, সেখানে এই আইন বেমানান। আমরা নিশ্চিত করব যেন তামিলনাড়ুতে এই আইন লাগু করা না হয়।’