বিনোদন

৫ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২৬ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব

২৬ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব ৫ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, বর্তমান অবস্থার প্রেক্ষিতে স্বাস্থ্য বিধি মেনেই আয়োজন করা হবে এই উৎসবের। এবারের চলচ্চিত্র উৎসবের থিম দেশ ইটালি। তবে প্রত্যেক বছরের মতো উদ্বেধনী অনুষ্ঠানে কোন কোন অতিথি থাকবেন তা এখনও জানা যায়নি। এবারের উৎসবের ছবিগুলি প্রদর্শিত হবে শুধু মাত্র সরকারি হলে। তবে সেখানে ৫০% আসন ফাঁকা রেখেই আয়োজন করা হবে। কোনও বেসরকারি হলে ছবি দেখানো হচ্ছে না বলেই এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উৎসব চলাকালীন যে সব অনুষ্ঠানের আয়োজন করা হয় তা এবার ভার্চু্য়াল মাধ্যমে করা হবে বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।