কলকাতা পুজো

‘দুর্গাপুজো করতে দিন’, প্রদীপ জালিয়ে হাইকোর্টের পুজো মামলার বিরুদ্ধে প্রতিবাদ

পুজো বন্ধ নয়, পুজো হোক সুরক্ষা মেনে

রাজনৈতিক দলগুলি বাংলার দুর্গাপুজো ঘিরে রাজনীতি করতে তৈরি। তাই বারোয়ারি দুর্গা পুজো বন্ধ করতে হাইকোর্টের ওই জনস্বার্থ মামলাও করেছে। দুর্গাপুজো নিয়ে হাইকোর্টে ওই মামলার বিরুদ্ধে রীতিমত প্রদীপ, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানালেন প্রায় ৪০ জন মহিলা। পোস্টার, প্ল্যাকার্ডে লেখা – পুজো বন্ধ নয়, পুজো হোক সুরক্ষা মেনে। প্রতিবাদীরা সবাই বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির সদস্য। তাঁরা জানালেন, ‘মাননীয়া মুখ্যনন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেই মতোই সব পুজো কমিটি কাজ করছে। সবাই বাজেট ছোট করেছে অনেক আগেই। সেটা এমনিতেই হয়ে গিয়েছে। পাশাপাশি মাস্ক স্যানিটাইজার রাখতে বলা হয়েছে পুজো কমিটিকে। তাও সবাই করবে। এরপরে হাইকোর্টের যে পুজো নিয়ে মামলা তাতে আমরা দুঃখিত। তাই পশ্চিমবঙ্গের সমস্ত পুজো উদ্যোক্তাদের হয়ে এটা আমাদের প্রতিবাদ। আমাদের দাবী, পুজো বন্ধ নয়। পুজো হোক সুরক্ষা মেনে।