দেশ

আজ লেহ যাচ্ছেন সেনাপ্রধান

পরিস্থিতি খতিয়ে দেখতে আজ লেহতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। দুপুরে ১৪ কোরের হেড কোয়ার্টারে সেনা অফিসারদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। লাদাখ সেক্টরের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। গত ১৫ জুন চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ভারতীয় সেনাবাহিনীর। মৃত্যু হয় ২০ জন সেনা জওয়ানের। তারপর আজ লেহতে যাচ্ছেন সেনাপ্রধান। গত ছ’সপ্তাহ ধরে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় পরিস্থিতি উত্তপ্ত। এর আগে গত ২২মে লেহতে গিয়েছিলেন সেনাপ্রধান। এই সময়ের মধ্যে এটা তাঁর দ্বিতীয় লেহ সফর। লেহ রওনা হওয়ার আগে নয়াদিল্লিতে জেনারেলদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁদের আলোচনা করেন তিনি। গতকাল চিন এবং ভারতের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক হয়। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে রাত পর্যন্ত। এদিন সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, চিনের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক অত্যন্ত ইতিবাচক ও আন্তরিক। মনে করা হচ্ছে, ১৪ কোরের হেড কোয়ার্টারে সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে তা নিয়েও আলোচনা হবে। সেনা আধিকারিকরা এদিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার এখনকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন সেনাপ্রধানকে। তারপর প্রয়োজনীয় নির্দেশ দেবেন জেনারেল নারাভানে। রাতেই দিল্লি ফিরে আসার কথা সেনা প্রধানের।