জেলা

প্রাক্তন বিধায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রচার শুরু জুনের

প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ “টলিউড ইন্ডাস্ট্রি থেকে এখন যাঁরা আমরা দিদির হাত ধরেছি ,তাঁরা কখনোই দিদিকে ছেড়ে যাব না। অনন্তঃ,আমি তো যাবই না। প্রয়োজনে দিদির জন্য জান লড়িয়ে দেব। ” রবিবার নিজের নির্বাচনী এলাকা মেদিনীপুরে, প্রথম নির্বাচনী প্রচারে এসে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। উল্লেখ্য, মেদিনীপুর বিধানসভাটি ২০১১সাল থেকে তৃণমূলের দখলে। গত দুবারের বিধায়ক বর্ষীয়ান নেতা মৃগেণ মাইতির সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়। এরপর,এই বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থীপদকে ঘিরে দলের মধ্যেই জল্পনা ছিল চরম। স্থানীয় একাধিক নেতা ও তাদের অনুগামীরা এই বিধানসভায় ভোটপ্রার্থী হওয়ার জন্য দলের শীর্ষনেতৃত্ত্ব ও প্রশান্ত কিশোরের টিমের সঙ্গে যোগাযোগ শুরু করেন। শেষ পর্যন্ত সবকিছু বিবেচনা করে এখানে জুন মালিয়াকে প্রার্থী করেন মমতা। যা নিয়ে দলীয় ক্ষোভ আছড়ে পড়েছে সোসাল মিডিয়াতেও। নির্বাচনী প্রচারের প্রথম দিনে এই ড্যামেজ মেরামতির দিকেই প্রথমে নজর দিলেন বুদ্ধিমতী জুন। রবিবার সকালে তিনি প্রথমে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক মৃগেণ মাইতির বাড়ী গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের পক্ষ থেকে মৃগেণ মাইতির ভাইপো দেবনাথ মাইতি জানান, জুন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান। এরপর মেদিনীপুর শহরের ১৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত একটি কর্মীসভায় জুন বলেন, পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর ঘটতেই পারে,তবু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মেদিনীপুর বিধানসভা আসনটি উপহার দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন , দীর্ঘদিন তিনি মমতার পাশে আছেন। দলের সবাইকে বিভেদ ভুলে পাশে থাকার আহ্বান জানান জুন মালিয়া।