লাদাখের ভারত-চিন সীমান্তের উত্তেজনার মধ্যেই ৩ বাহিনীকেই জরুরি অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্র। সংবাদসংস্থার খবর অনুযায়ী, এই বিশেষ ক্ষমতাবলে প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম কিনতে পারবে তিন বাহিনীই। চিনের সঙ্গে সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসংস্থা এএনআই-কে এক সরকারের এক শীর্ষ সূত্র জানিয়েছে, ‘তিন বাহিনীর ভাইস চিফকেই প্রকল্প পিছু ৫০০ কোটি টাকা পর্যন্ত অস্ত্র কেনার সিদ্ধান্ত অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম যাতে কেনা যায়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনা আগ্রাসন এবং বিপুল সংখ্যায় বাহিনী মোতায়েন করার পরই এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার। প্রতীকী ছবি।