নোভেল করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে যাঁদের মাঝারি ও গুরুতর উপসর্গ আছে, তাঁদের চিকিৎসায় এতদিন মিথাইলপ্রেডিনিসোলন ওষুধ ব্যবহার করছিলেন চিকিৎসকরা। শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এবার থেকে ওই ধরনের রোগীর চিকিৎসায় ডেক্সামিথাসোন নামে একটি স্টেরয়েডও ব্যবহার করা যাবে। হু থেকে দ্রুত ওই ওষুধ তৈরির জন্য আবেদন জানানো হয়েছে। ব্রিটেনে ক্লিনিক্যাল ট্রায়ালের পরে জানা গিয়েছে, ডেক্সামিথাসোন করোনায় গুরুতর অসুস্থদের জীবন বাঁচাতে পারে। এর আগে আর্থ্রাইটিসের মতো রোগে প্রদাহ কমানোর জন্য ডেক্সামিথাসোন ব্যবহার করা হত। এখন যে কোভিড রোগীদের অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে, তাঁদেরও ওই ওষুধ দেওয়া যাবে। শুক্রবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৫২ জন। ২৪ ঘণ্টায় আক্রমণের সংখ্যায় তা রেকর্ড। দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। করোনা অতিমহামারীর সংক্রমণ যে ১০ টি দেশে সবচেয়ে বেশি হয়েছে, তাদের মধ্যে চার নম্বরে আছে ভারত।