দেশ

‘ফাঁকা প্যাকেজ ধরিয়েছে কেন্দ্র’, অর্থমন্ত্রীকে তোপ কংগ্রেসের

করোনার জেরে দেশের আর্থিক মন্দা ঠেকাতে ইতিমধ্যেই একাধিক ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে মোদি সরকার। কৃষক থেকে শুরু করে শ্রমিক, ছোট বড় মাঝারি শিল্পের জন্য অনুদান ঘোষণা করা হয়েছে। যদিও দেশের আর্থিক পরিুকাঠামো ও জনসংখ্যার নিরিখে এই বরাদ্দ কতটা কার্যকরী হবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এবার এই আর্থিক প্যাকেজ নিয়ে কটাক্ষ করতে দেখা গেল কংগ্রেসকে। অর্থমন্ত্রীর দ্বারা এই আর্থিক প্যাকেজের দ্বিতীয় দফার ঘোষণার পরেই তীব্র আক্রমণ শানাতে দেখা যায় কংগ্রেসকে।অভিবাসী শ্রমিকদের জন্য নিখরচায় খাদ্যশস্য, কৃষকদের জন্য ঋণ এবং হকার বা ভেন্ডরদের জন্য বরাদ্দ ঘোষণার পরেই এর সারবত্তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় কংগ্রেশকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন দেশের আট কোটি অভিবাসী শ্রমিকের জন্য দু’মাসের খাদ্য দ্রবের খবচ বাবাদ ৩,৫০০ কোটি টাকা খরচ করা যাবে। বিরোধীরা সহজে হিসাবে দেখাচ্ছে এই বরাদ্দের ফলে মাথাপিছু একজন অভিবাসী শ্রমিক পাবেন ৪৩৭ টাকা ৫০ পয়সা। বরিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলকে এই প্রসঙ্গে একটি টুইট বার্তায় তীব্র আক্রমণ শানাতে দেখা যায়। তাঁর কথায় “এটি কোনও অর্থনৈতিক প্যাকেজ নয়। এটি আসলে গত তিন দিন থেকে সুন্দর বক্তৃতায় আবৃত একটি ফাঁকা প্যাকেজ। ” তিনি আরও বলেন, ” সাধারণ নাগরিকদের হাতে অর্থ পৌঁছানোর বিষয়টি সরকারকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শুধু ২০ লক্ষ কোটির সংখ্যা দেখানো হচ্ছে। ঘুরিয়ে হিসাব না দেখিয়ে এই সময় দরকার সরাসরি মানুষের হাতে টাকা তুলে দেওয়া।” প্রতীকী ছবি।