দেশ

রামদেবের করোনার ওষুধের বিজ্ঞাপন বন্ধের নির্দেশ, কার্যকারিতার প্রমাণ চেয়ে নোটিস পাঠালো কেন্দ্র

যোগ প্রশিক্ষক বাবা রামদেব দাবি করে বসেছেন, করোনার ওষুধ আবিষ্কার করে ফেলেছেন তিনি। পতঞ্জলি আয়ুর্বেদের করোনিল ওষুধ খেলেই মাত্র ৭ দিনে সারবে করোনা, ১০০ শতাংশ নিশ্চিত! সেই ওষুধ নিয়েই বিস্তারিত তথ্য চেয়ে পাঠাল কেন্দ্র। শুধু তাই নয়, এই ধরনের দাবির কোনও পরীক্ষালব্ধ প্রমাণ না থাকায় ওষুধটির প্রচার, বিজ্ঞাপন, বিপণন- সবই বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। পতঞ্জলির প্রতিষ্ঠাতা বাবা রামদেব আজই সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, তাঁর আবিষ্কৃত আয়ুর্বেদিক ওষুধ ‘করোনিল এবং স্বসারি’ এপর্যন্ত দেশের ২৮০ জন কোভিড পজিটিভ রোগীর উপর পরীক্ষামূলক ভাবে প্রয়োগ হয়েছিল। তিনদিনের মধ্যে ৬৫% রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। সংক্রমণ সেরে গিয়ে সকলের শারীরিক অবস্থাই স্থিতিশীল। রামদেবের দাবি, করোনিলের ট্রিটমেন্টে মাত্র ৭ দিনের মধ্যে ১০০% রোগীর সংক্রমণ কমে গেছে এবং মৃত্যু একটিও নেই।