বিজ্ঞান-প্রযুক্তি

গ্রাহকদের তথ্য সুরক্ষা নিয়ে হোয়াটসঅ্যাপকে হুঁশিয়ারি দিল কেন্দ্র

গ্রাহকদের তথ্য সুরক্ষা নিয়ে হোয়াটসঅ্যাপকে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার। নয়া নীতি দেশে চালু না করার নির্দেশও দেওয়া হয়েছে সংস্থার শীর্ষকর্তাকে। তারপরই ফের  ড্যামেজ কন্ট্রোলে নামল মেসেজিং অ্যাপ। বুধবার তারা জানিয়েছে, আমাদের লক্ষ্য স্বচ্ছ্বতার সঙ্গে পরিষেবা দেওয়া। ব্যবসায়িক সংস্থাগুলি যাতে সহজে গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারে, তার জন্যই নতুন বিকল্প আনা হয়েছে। হোয়াটসঅ্যাপ সর্বদাই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে। এই প্ল্যাটফর্মে সমস্ত কথোপকথন এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাত্, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক – কেউই সেগুলি দেখতে বা পড়তে পারে না। সংস্থার নয়া গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে প্রথম দিন থেকেই  বিভিন্ন মহলে হাজারো প্রশ্ন উঠছে। তা ঠিক নয় বলেই দাবি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের। এদিন সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ভুল বোঝাবুঝি ঠেকাতে আমরা দিনরাত কাজ করছি। যে সব প্রশ্ন উঠছে, তার জবাবও তৈরি রাখছি। নয়া প্রাইভেসি পলিসিতে সম্মতি জানানোর জন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু, এই পলিসি নিয়ে সমালোচনার ঝড় ওঠায় সময়সীমা পিছিয়ে দেওয়া হয়।