আগামী ২৪ নভেম্বর দু’দিনের বাঁকুড়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একটি জনসভাও করবেন। বুধবার বাঁকুড়ার শুনুকপাহাড়ীতে মাঠ পরিদর্শনের পর এমনটাই জানান তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী শ্যামল সাঁতরা। তিনি বলেন, প্রাথমিকভাবে যে পরিকল্পনার কথা জানানো হয়েছে, তাতে ২৪ তারিখ মুখ্যমন্ত্রী রবীন্দ্রভবনে জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। পরের দিন অর্থাৎ ২৫ নভেম্বর বাঁকুড়া সদর থানার শুনুকপাহাড়ীতে একটি জনসভা করে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সুবিধা দেবেন। এদিন শুনুকপাহাড়ীর সভাস্থলের জায়গা পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব ও প্রশাসনের আধিকারিকরা। জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শুভাশিস বটব্যাল, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, মেন্টর অরূপ চক্রবর্তী সহ বেশ কয়েকজন বিধায়ক এবং পুলিস সুপার কোটেশ্বর রাও বাজার সংলগ্ন এলাকা ঘুরে দেখেন। প্রাথমিকভাবে কোথায় মঞ্চ ও হেলিপ্যাড হবে, তা নিয়ে আলোচনাও হয়। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় তৃণমূলের ভরাডুবি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে কয়েক দিন আগেই জেলায় এসে কর্মী বৈঠক করে গিয়েছেন সর্বভারতীয় বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।