কলকাতা

বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করলেন মুখ্যমন্ত্রী

আমফানে ধ্বংস হয়েছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। এতদিন সুন্দরবনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে যে ম্যানগ্রোভ সেগুলিও আজ নষ্ট। সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ রোপণ করার এক বৃক্ষরোপণ কর্মসূচী দিয়ে শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আমফান এবং করোনা নিয়ে বিরোধী বিজেপিকে তুলোধোনাও করেন তৃণমূল সুপ্রিমো। বৃক্ষরোপণ মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, “অপরিকল্পিতভাবে পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দিয়েছে কেন্দ্র। আমাদের ভাই-বোনেরা আক্রান্ত হয়ে ফিরছেন বলে রাজ্যে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। ট্রেন, বিমান সব চালিয়ে দিয়েছে। তাতেও যেভাবে আমরা দুর্যোগ, দুর্ভোগ সামলে কাজ করছি তার ১ শতাংশ পারবে না অন্য কোনও রাজ্য।” এদিন নাম না করে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “করোনা ও আমফান বিপর্যয়ে এই রাজনৈতিক দল খালি বলে চলেছে, বাংলা থেকে আগে এদের তাড়াও, আমাদের ভোট দাও!” এরপরই গেরুয়া শিবিরের দিকে প্রশ্ন ছুড়ে মমতার বলেন, “এখন কি রাজনীতি করার সময়? আমি তো বলছি না নরেন্দ্র মোদীকে তাড়াও। কারণ, এটা সেই সময় না। রাজনীতি হবে রাজনীতির সময়ে।” শুক্রবার হরিশ মুর্খাজি পার্কে তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, “রাজনীতি না করে মানুষের সেবা করুন। গাছ রোপণ করুন, পুকুর পরিষ্কার করুন।”